গাজীপুরে চলন্ত বাসে নারী হকারকে ধর্ষণের অভিযোগে চালক গ্রেপ্তার

গাজীপুরে চলন্ত বাসে এক নারী হকারকে ধর্ষণের অভিযোগে তাকওয়া পরিবহনের চালক সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ওই বাসটি জব্দ করে জয়দেবপুর থানায় নেওয়া হয়েছে। রোববার  সকালে ধর্ষিত  নারী বাদী হয়ে দুজনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। পুলিশ জানায়, বিভিন্ন পরিবহনে চকলেট বিক্রি করতেন নারী হকার। গত শনিবার দিনভর কালিয়াকৈরের চন্দ্রা  এলাকায় বিভিন্ন পরিবহনে চকলেট বিক্রি করেন । প্রতিদিনের মত রাত ৯টার দিকে চকলেট বিক্রির সময় তাকওয়া পরিবহনের চালক সাদ্দাম হোসেন ও শরীফ হোসেন তাকওয়া বাসটি গাজীপুর সিটি করপোরেশনের চান্দন  চৌরাস্তা নিয়ে যায়। সেখান থেকে খালি বাস নিয়ে চন্দ্রা  ফেরার পথে নারীকে কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারীকে গাড়ি থেকে না নামিয়ে জেলার বিভিন্ন রোটে নিয়ে ঘুরতে থাকে। এক পর্যায়ে গাড়িতে ভাওয়াল মির্জাপুর এলাকায় বাসের মধ্যে ধর্ষণ করা হয় ওই নারীকে। পরে বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় পৌঁছলে নারীর চিৎকার শুনে টহলরত পুলিশ তাকওয়া বাসটি থামানোর সংকেত দেন। এ সময় বাসের সহকারি শরীফ হোসেন দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে চালক সাদ্দাম হোসেনকে আটক করে এবং তাকওয়া পরিবহনের ওই বাসটি জব্দ করে পুলিশ।  এ ব্যাপারে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, তাকওয়া পরিবহনের ওই বাসের গতিবিধি সন্দেহ হলে টহল পুলিশ বাসটি আটক করে। পরে নারী হকারকে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হয়ে চালক সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার ও বাসটি জব্দ করা হয়। মামলার অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।