গাজীপুরে ৭০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
- In -- অপরাধ --
গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইলের কামারগাও এলাকা থেকে ৭০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব। শুক্রবার দুপুরে র্যাব-১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক জামাল হোসেন (৩৫) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার বনগঞ্জ এলাকার আব্দুর রহিমের ছেলে।
র্যাব জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে র্যাব-১ এর একটি দল কামাড়গাঁও এলাকায় অভিযান পরিচালনা করে । অভিযানকালে আন্তঃ জেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য মো. জামাল হোসেনকে আটক করা হয়। তার পিকআপ তল্লাশি করে পাটাতনের গোপন প্রকোষ্ঠ থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।