নিউজার্সিতে প্রথম মুসলিম পুলিশ প্রধান

নিউজার্সি অঙ্গরাজ্যের বার্গেনফিল্ডে পুলিশ প্রধান হিসেবে এই প্রথম কোন মুসলিম নিয়োগ পেয়েছেন। ইতিমধ্যে ২০ আগস্ট তিনি পুলিশ প্রধান হিসেবে শপথ নিয়েছেন। নিয়োগ পাওয়া এই ব্যক্তির নাম মোস্তফা রাব্বো। নিউজার্সির কোনো শহরে তিনিই যে প্রথম পুলিশ প্রধান তা নয়। এর আগে অঙ্গরাজ্যের কোনো নগরের প্রথম পুলিশ প্রধান হয়েছিলেন আহমেদ নাগা। তিনি হয়েছিলেন লংহিল নগরের।

২০ আগস্ট রাতে কাউন্সিলের বৈঠকে শপথ নেওয়ার পর মোস্তফা রাব্বো আনুষ্ঠানিকভাবে বার্গেনফিল্ডের নতুন পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। আহমেদ নাগা ওইদিন রাব্বোর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বার্গেন কাউন্টিতে প্রথম মুসলিম পুলিশ প্রধানও ছিলেন।

বরো কাউন্সিলের চেম্বারে রাব্বো তাঁর স্ত্রী, সন্তান, সহকর্মী, আত্মীয়স্বজন ও বন্ধু পরিবেষ্টিত হয়ে পুলিশ প্রধান হওয়ার শপথ গ্রহণ করেন। ক্লিফটন ও নিউইয়র্ক সিটিসহ পুলিশ বিভাগের মুসলমান কর্মকর্তা ও সদস্যরা এতে যোগ দেন।