ইকুয়েডরে কারাগার থেকে পালিয়েছে ৪৮ বন্দি

আন্তর্জাতিক ডেস্কঃ লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের একটি কারাগার থেকে অন্তত ৪৮ জন বন্দি পালিয়েছে। দেশটির সরকারি একটি নিরাপত্তা সংস্থার বরাত দিয়ে মঙ্গলবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিনহুয়া নিউজ।

 

প্রতিবেদনে বলা হয়েছে, ইকুয়েডরের উত্তরাঞ্চলীয় শহর এসমেরালদাসের কারাগার থেকে অন্তত ৪৮ জন বন্দী পালিয়ে গেছেন। দেশটির প্রিজন এজেন্সি এসএনএআই গতকাল সোমবার এ তথ্য নিশ্চিত করেছে। 

এসএনএআই এক বিবৃতিতে বলেছে, গত রোববার জাতীয় পুলিশ ও সশস্ত্র বাহিনী যখন কারাগারে অনুসন্ধান অভিযান চালায়, তখন বন্দি পালিয়ে যাওয়ার ‘প্রমাণ’ পাওয়া যায়। পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে পাঁচজনকে আবারও আটক করা হয়েছে।

এসমেরালদাস কারাগারে রোববারের অভিযানটি ছিল দেশের সব কারাগারে সশস্ত্র বাহিনীর একযোগে অভিযানের অংশ। গত সপ্তাহে বেশ কয়েকটি কারাগারে দাঙ্গা শুরু হওয়ার পর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার লক্ষ্যে এই অভিযান চালানো হয়েছিল।

গত ৮ জানুয়ারি, ইকুয়েডরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর গুয়াকিলের একটি কারাগার থেকে মাদক চক্রের কুখ্যাত নেতা ফিটোর পালিয়ে যাওয়ার পর কয়েকটি কারাগারে দাঙ্গা শুরু হয়। এ ঘটনায় মাদক মাফিয়াদের বিরুদ্ধে অভিযানের ঘোষণা দিয়ে ৬০ দিনের জরুরি অবস্থা জারির ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া।

৯ জানুয়ারি, মাদক মাফিয়ারা পাল্টা হুমকি দিয়ে বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা, গাড়ি বোমা বিস্ফোরণ ও পুলিশ অপহরণসহ দেশজুড়ে সহিংস কার্যকলাপ শুরু করে।

সরকারি তথ্যমতে, নিরাপত্তা বাহিনী ৯ জানুয়ারি থেকে গতকাল সোমবার ১৫ জানুয়ারি পর্যন্ত ১৫ হাজার ৪৬১টি অভিযান চালিয়ে সন্ত্রাসবাদের অভিযোগে ১ হাজার ৫৩৪ জনকে গ্রেপ্তার করেছে।