পিতার মরদেহ ফ্রিজে রেখে দিল সন্তান

অনলাইন ডেস্ক  

মৃত পিতার মরদেহ ফ্রিজে রেখে দেয়ার অপরাধে পুলিশের হাতে ধরা পড়লেন নেদারল্যান্ডের এক ব্যক্তি। যদিও এখনও কোনো অপরাধ সংগঠিত হয়েছে কিনা তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ নিয়ে তদন্ত শুরু করেছে তারা। ঘটনাটি ঘটেছে নেদারল্যান্ডের ল্যান্ডগ্রাফ শহরে। 
স্কাই নিউজ জানিয়েছে, ওই ব্যক্তির বয়স ৮২ বছর এবং তার মৃত পিতার বয়স ছিল ১০১ বছর। পুলিশের কাছে তিনি জানিয়েছে, তার বাবার মৃত্যুর পর তাকে চলে যেতে দিতে চাননি তিনি। সে জন্য তাকে ফ্রিজে রেখে দিয়েছিলেন। তিনি সহজ সরল ভাষায় জানান যে, সমাহিত করা হলে আমি আমার বাবাকে অনেক মিস করতাম। 

প্রায় ১৮ মাস আগেই মৃত্যু হয়েছিল তার পিতার। তার দাবি, স্বাভাবিক কারণেই মৃত্যু হয়েছিল তার। তবে বিষয়টি গোপন রেখে তার মরদেহকে ফ্রিজে জমিয়ে রাখেন তিনি। যাতে করে তার সঙ্গে কথা বলা অব্যাহত থাকে তার।

তবে এর মধ্যে কোনো অপরাধ রয়েছে কিনা তা যাচাই করতে তদন্ত করছে পুলিশ। তার পিতার মরদেহ সমাহিত করার জন্য তাকে এক সপ্তাহ সময় দেয়া হয়েছে।