আমি আর নির্বাচন করবো না

বিনোদন ডেস্ক  

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী শাহনূর। দীর্ঘদিন ধরে তিনি চলচ্চিত্রাঙ্গনে কাজ করছেন। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড এবং সংগঠনের সঙ্গে জড়িত তিনি। বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তবে নির্বাচন নিয়ে শাহনূরের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। তিনি আর শিল্পী সমিতিতে নির্বাচন করতে চান না বলে জানান। শাহনূর বলেন, আমি আর নির্বাচন করবো না। আমি চাই সব শিল্পী একসঙ্গে থাকবেন।