৩ মাসেই বিদায় নিলেন রূপা

 

বিনোদন ডেস্ক

দীর্ঘ আট বছর পর ‘মেয়েবেলা’ সিরিয়াল দিয়ে ছোট পর্দায় ফেরেন রূপা গাঙ্গুলি। এই সিরিয়ালে নায়কের মা বীথির চরিত্রে দেখা যাচ্ছিল তাকে। 

ছেলের নতুন বিয়ের পর থেকেই শুরু হয়েছে এক টানাপোড়েন। ছেলের বৌকে পছন্দ করছেন না শাশুড়ি। এমন চরিত্রে রূপাকে মেনে নিতে পারছেন না তার ভক্তরা। তাই গুঞ্জন ছিল মুখবদল হতে পারে বীথির। শেষ পর্যন্ত হলোও তাই। 

বেশ কয়েকদিন দেখা না পাওয়ার পর অবশেষে বীথি যখন ফিরল, তখন রূপার জায়গায় নতুন বীথি হলেন অভিনেত্রী অনুশ্রী দাস। 

শোনা যাচ্ছে রূপা নিজেই এই চরিত্র থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তার রাজনৈতিক কর্মব্যস্ততা যেমন একটা কারণ, তেমনই শোনা যাচ্ছিল, ধারাবাহিকে বীথি চরিত্রটিকে যেভাবে দেখানো হচ্ছিল, তা মোটেই পছন্দ ছিল না রূপার।  

অন্য দিকে অনুশ্রী দাস ছোট পর্দার পরিচিত মুখ। ‘এক্কা দোক্কা’ থেকে ‘মোহর’, ‘বালিঝড়’, ‘খড়কুটো’ ধারাবাহিকে দেখা মিলেছে তার। এ বার বীথির চরিত্রে দেখা যাবে অনুশ্রীকে।