গাজীপুরের সিভিল সার্জনসহ ১৩ কর্মকর্তা-কর্মচারী হোম কোয়ারেন্টাইনে

গাজীপুরের সিভিল সার্জন কার্যালয়ের এক নিরপাত্তা কর্মী করোনা পজিটিভ হওয়ার কারণে গাজীপুরের সিভিল সার্জন ডা: মো: খায়রুজাজমানসহ তার কার্যালয়ের ১৩ কর্মকর্তা-কর্মচারী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক সত্য রঞ্জন ধর জানান, শনিবার সারাদেশে নতুন করে যে ৫৮ জন করোনা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের এক নিরাপত্তাকর্মী রয়েছেন। এ কারণে উক্ত নিরাপত্তা কর্মীর সংস্পর্শে আসা সকলের হোম কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নেয়া হয়। এ আলোকে আজ থেকে সিভিল সার্জনসহ অত্র কার্যালয়ের মোট ১৩ জন হোম কোয়ারেন্টাইন পালন করছেন। তারা সকলে নিজ নিজ বাসায় থেকে দায়িত্ব পালন করবেন। তাদের সকলের করোনা পরীক্ষার ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে, প্রাণঘাতি করোনাভাইরাস বা কোভিড ১৯ এর সংক্রমণ ঠেকাতে গাজীপুর জেলাকে লক ডাউন ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম তরিকুল ইসলাম গাজীপুর জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেন।

গণ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাণঘাতি করোনাভাইরাস বা কোভিড ১৯ এর সংক্রমণ ঝুকি মোকাবেলায় ও জরুরী সুরক্ষার প্রয়োজনে দেশের অভ্যন্তরে করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলায় জন সাধারণের প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণের লক্ষ্যে ১১ এপ্রিল ২০২০ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাজীপুর জেলাকে অবরুদ্ধ (লক ডাউন) ঘোষণা করা হলো।

গণ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভিন্ন জেলা হতে পাশবর্তী জেলায় গমণের উদ্দেশ্যে ট্রানজিট হিসেবে জাতীয় মহাসড়ক ব্যবহার ব্যতীত জেলা-উপজেলার যে কোন সীমানা দিয়ে প্রবেশ ও প্রস্থানে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। নৌপথেও এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

এতে আরো উল্লেখ করা হয়েছে, এই সময়ে সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান, জমায়েত, গণপরিবহন এবং দিন রাতে জনসাধারণের চলাচল বন্ধ থাকবে। তবে জরুরী পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য ও খাদ্য দ্রব্য সরবরাহ, সংগ্রহ, উৎপাদন ও পরিবহন ইত্যাদি এর আওতা বহির্ভূত থাকবে।

জনস্বার্থে জারীকৃত এ আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।