গাজীপুরের কালিয়াকৈর ৩টি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে ১৫ লাখ টাকা জরিমানা
- In -- অপরাধ --
গাজীপুরের কালিয়াকৈর ভুঙ্গাবাড়ি ও ডুবাইল এলাকায় অভিযান চালিয়ে তিনটি অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটা মালিককে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।
সোমবার দিনব্যাপী কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুস সালাম সরকার জানান, গাজীপুরের কালিয়াকৈর ভুঙ্গাবাড়ি ও ডুবাইল এলাকায় পরিবেশ দূষণবিরোধী অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর । এ সময় ভুঙ্গাবাড়ি এলাকায় ভেন্ডার ব্রিকস ইটভাটা মালিককে পাঁচ লাখ টাকা এবং ডুবাইল চন্ডিতলা এলাকায় জে আর এইচ এন্টার প্রইজ ইটভাটা মালিককে পাঁচ লাখ টাকা ও ভাই ভাই ব্রিকস মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মো:আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার উপস্থিত ছিলেন।
এছাড়া এ অভিযানে গাজীপুর র্যাব ১ ও পুলিশ সহযোগিতা করেন।