দেশের যে কোন দুর্যোগ মোকাবেলায় সরকার সব সময় প্রস্তুত : ত্রাণ প্রতিমন্ত্রী
- In -- জাতীয় --
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, দেশের যে কোন দুর্যোগ মোকাবিলায় সরকার সব সময় প্রস্তুত রয়েছেন। উত্তরাঞ্চলে শীত মৌসুমে বেশি শীত হওয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী আজ বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘীতে ১ হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র, শুকনা খাবার ও শিশু খাদ্য বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোছা. সাবিনা ইয়াসমিন এর সভাপতিত্বে শীতবন্ত্র বিতরণী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ও ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড. ওয়াহিদুজ্জাান সুজা, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, ময়দানদিঘী ইউ’পি চেয়ারম্যান আব্দুর জব্বারসহ স্থানীয় সর্বস্তরের জনগণ ও দলীয় নেতাকমীরা উপস্থিত ছিলেন। বাসস