দুর্নীতি অনিয়মের অভিযুক্ত প্রধান শিক্ষক পরিমলের বিরুদ্ধে নেই প্রশাসনের কোন পদক্ষেপ, হতাশ অভিভাবকরা!!

ইমন কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার ঘোষ এর বিরুদ্ধে দুর্নীতি ও সেচ্ছাচারিতা সহ নানাবিধ অভিযোগ থাকলেও দেখা মেলেনি সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিস বা উপজেলা এর পক্ষ থেকে কোন পদক্ষেপ। হতাশ অভিভাবক ও এলাকার সুশীলসমাজ। ইতিমধ্যে তিনি স্কুলের মা দিবসের অনুষ্ঠানকে উপলক্ষ করে, মা দের কাছ থেকে উদ্দেশ্যমূলকভাবে স্বাক্ষর করিয়ে নেন, তার বিরুদ্ধে আনিতো অভিযোগগুলো ভিন্ন খাতে প্রবাহিত করতে। তাছাড়া শোনা যাচ্ছে তার বিরুদ্ধে আনিতো অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত করতে ও ধামাচাপা দিতে ইতিমধ্য তিনি উপর মহলে দৌড়ঝাঁপ শুরু করেছেন। অত্যন্ত দুঃখের সাথে অভিভাবক ও উক্ত এলাকার সুশীল সমাজ সাংবাদিকদের জানিয়েছেন তাৎক্ষণিক যদি প্রধান শিক্ষক পরিমল ঘোষের বিরুদ্ধে প্রশাসন যদি কোন পদক্ষেপ না নেয়, তাহলে তারা সাংবাদিক সম্মেলন,মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি দিয়ে রাজপথে নামবেন।