কালিগঞ্জ ৪নং দঃ শ্রীপুরে ইউনিয়ন আ'লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
- In -- দুর্ঘটনা --
শেখ মারুফ হোসেনঃ কালিগঞ্জের দঃ শ্রীপুর ইউনিয়ন আ'লীগের আয়োজনে বুধবার (৫ এপ্রিল) বেলা ১১ টায় দক্ষিণ শ্রীপুর ইউপি'র হলরুমে বর্ধিত সভায় আ' লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে উপজেলা আ'লীগের দপ্তর সম্পাদক শেখ শাহিনুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ'লীগের সহ- সভাপতি শহীদ উদ্দিন সাঈদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ'লীগের দপ্তর সম্পাদক হারুন আর রশিদ, সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, কালিগঞ্জ উপজেলা আ' লীগের সভাপতি মাষ্টার নরিম আলী, সিনিঃ সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, যুগ্ন সম্পাদক ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আ' লীগের কৃষি সমবায় বিষয়ক সম্পাদক আল মামুন সরদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী আব্দুর রহমান, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক গাজী জাহাঙ্গীর কবির, উপজেলা সদস্য খাঁন জাহিদুল ইসলাম বাবু, সদস্য শহিদুল ইসলাম, জিএম আতিয়ার রহমান, সদস্য নয়ন কুমার দাস, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সবুর। উক্ত সভায় সদস্য সংগ্রহ ওয়ার্ড কমিটির সম্মেলন ও সাংগঠনিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।