গাজীপুরে নানা আয়োজনে সমাজসেবা দিবস পালন
- In -- জেলার খবর --
গাজীপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে সমাজসেবা দিবস পালন করা হয়েছে। সোমবার (০২ জানুয়ারী) দুপরে এ উপলক্ষে শোভাযাত্রা, অনুদানের চেক, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা বিভাগ যৌথভাবে এসবের আয়োজন করে। সোমবার দিবসটি উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে গাজীপুর মহানগরীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। পরে শহীদ আহসান উল্লাহ মাষ্টার অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুল করিম। গাজীপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর সমাজসেবা অধিফতরের উপ-পরিচালক আনোয়ারুল করিম। এতে আরো বক্তব্য রাখেন, দুস্থ ও শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ বোরহান উদ্দিন, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউটের সুপার রফিকুল ইসলাম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী, কালিয়াকৈর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনজুরুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, গাজীপুর জেলার সকল সুবিধাভোগীর ডাটাবেজ তৈরী করা হচ্ছে। আমাদের হাতে যদি তথ্য থাকে, তাহলে সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ। সঠিক তথ্য ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে একটি বড় হাতিয়ার। যদি স্বচ্ছতা-জবাবদিহিতার জায়গায় যেতে চান তাহলে বটম আপ অ্যাপ্রোচ (নিচ থেকে উপরের দিকে) এগিয়ে যান। তাহলেই আমরা দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবো।এসময় তিনি আরো বলেন, উন্নত-সমৃদ্ধ সোনার বাংলার ডিজিটাল ভার্সন হচ্ছে স্মার্ট বাংলাদেশ। আমরা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ হতে চাচ্ছি। তাই আমাদের স্মার্ট সমাজসেবা ও সিটিজেন হতে হবে। মানুষ স্মার্ট হলে তার কার্যক্রমসহ সকল কিছু স্মার্ট হবে। সরকারের সবচেয়ে মানবিক উইন্ডো হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি। মানবিক মূল্যবোধ সম্পন্ন আলোকিত সমাজ গঠন করার জন্য প্রধানমন্ত্রীর উদ্যোগকে সকলের সম্মিলিত প্রয়াসে সামনের দিকে এগিয়ে নিতে হবে। অনুষ্ঠানে ২০২২ সালে সমাজসেবায় উল্লেখযোগ্য অবদানের জন্য জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কৃত করা হয়। এছাড়া অনুষ্ঠানে সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, ও থ্যালাসিয়ামে আক্রান্ত ২২ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। দাপ্তরিক কাজে গতি আনয়নের জন্য জেলার উপজেলা ও শহর সমাজসেবা কর্মকর্তাদেরগণকে ৭টি মোটরসাইকেল এবং ফিল্ড সুপারভাইজরগণকে ৫টি ট্যাব প্রদান করা হয়।