সাংবাদিক রোজিনা ইসলাম কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে

দেশের শীর্ষ স্থানীয় দৈনিক পত্রিকা প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে মঙ্গলবার (১৮ মে) পৌনে ৩ টার দিকে একটি প্রিজন ভ্যানে করে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে আনা হয়েছে। এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল প্রিজন ভ্যানের পাহারায় ছিল।

এসময় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম মিঠু ও নিকট আত্মীয়দের দেখা যায়।

তার স্বামী বলেন, রোজিনা ইসলামের শারিরীক অবস্থা ভালো না। তার চিকিৎসার ব্যবস্থা করা উচিত।

অনুমতি ছাড়া সরকারি নথির ছবি তোলার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে হাজির করে রিমান্ড চায় পুলিশ। আদালত রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আগামী ২০ মে তার জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার হোসনে আরা বিথি বলেছেন, আজ বিকেল পৌনে তিনটার দিকে রোজিনা ইসলামকে কাশিমপুর মহিলা কারাগারে আনা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন রোজিনা ইসলাম এর শারীরিক বিষয়ে জানার জন্য কারা চিকিৎসককে খবর দেওয়া হয়েছে। চিকিৎসক আসলে তার শারীরিক বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

উল্লেখ্য, রোজিনা ইসলামকে গেল সোমবার রাজধানীর সচিবালয়ে স্বাস্থ্য সচিবের পিএস-এর কক্ষে তাকে পাঁচ ঘন্টারও বেশি সময় আটকে রাখার পর তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রোজিনা ইসলামের বিরুদ্ধে ঢাকার শাহবাগ থানায় ১৮৬০ সালের দণ্ডবিধিতে চুরির অভিযোগে এবং ১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে রাষ্ট্রীয় গোপন নথি সরানো ও অনুমতি না নিয়ে ছবি তোলার অভিযোগে মামলা করা হয়েছে সোমবার রাতে।